হোম বরিশালবরগুনা কুরিয়ারে জাল টাকা পাঠাতে গিয়ে ধরা পড়ল কলেজছাত্র

কুরিয়ারে জাল টাকা পাঠাতে গিয়ে ধরা পড়ল কলেজছাত্র

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

অনলাইন ডেস্ক:

বরগুনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা পাঠাতে গিয়ে আটক হয়েছেন এক কলেজছাত্র।

আটক ওই কলেজছাত্রের নাম ইমরান (২৫)। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের খলিলুর রহমান খাঁর ছেলে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করেন গ্রাম পুলিশ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫০০ টাকার ১৪টি, ১০০ টাকার ৮টি এবং ৫০ টাকার ১৮টি জাল নোট জব্দ করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, দুপুরে বরগুনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে যায় ইমরান। এ সময় তার কথোপকথনে কুরিয়ার সার্ভিস কর্মীদের সন্দেহ হলে পার্সেলটি খুলে দেখেন ৯ হাজার টাকার জাল নোট। তখন ইমরান দৌড়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করেন। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান করা গ্রাম পুলিশ সদস্যরা তাকে আটক করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে – ইমরান জাল টাকার নোটের ব্যবসার সঙ্গে জড়িত। তাই তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার অন্য পার্টনারের কাছে টাকা পাঠাচ্ছিলেন। ইমরানের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন