হোম জাতীয় লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আত্মঘাতী: প্রধানমন্ত্রী

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আত্মঘাতী: প্রধানমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে পরিমাণ গাড়ি বেড়েছে, সেই অর্থে ড্রাইভার বাড়েনি৷ এতে অনেকেই লাইসেন্স বা যোগ্যতা না থাকলেও গাড়ি চালান, যা আত্মঘাতী৷ অনেক ক্ষেত্রে দেখা যায়, হেলপার গাড়ি চালাতে গিয়ে নিজেও মরে, যাত্রীদেরও মারে৷

বুধবার (৮ মে) সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যানজট কমাতে মহাসড়কে কার্যকর ব্যবস্থা নেয়ায় এবার ঈদযাত্রা অনেক সহজ হয়েছে৷ জরুরি ভিত্তিতে ব্যাপক সংস্কার ও নির্মাণকাজ চালানো হয়েছে দেশের মহাসড়কগুলোতে৷ ঈদের আগে-পরে জাতীয় মহাসড়কে ট্রাক চলাচল নিয়ন্ত্রণের কারণে যানজট কম ছিল৷ সাধারণ মানুষের ঈদযাত্রা তাই অন্যবারের চেয়ে নিরাপদ ও আরামদায়ক ছিল৷

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে৷ বিশেষ করে সরকারি কর্মকর্তাদের৷ তাই গাড়ি যেভাবে বেড়েছে, সেই অর্থে ড্রাইভার বাড়েনি দেশে৷ লাইসেন্স বা যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে গাড়ি চালান, যা আত্মঘাতী৷

নিজেরা পার্টি করলেও ড্রাইভারের খাবারের খোঁজ নেয় কি না প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘ড্রাইভারকে দিয়ে শুধু গাড়ি চালিয়ে নেবেন না৷ তার বিশ্রাম-আহারের খোঁজ নিন৷ পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে। আমরাও তার বাইরে নই। তারপরও ঝুঁকিপূর্ণ স্পটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে। এতে দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমেছে৷’

গাবতলীতে রাস্তার ওপর গাড়ি পার্কিং বিষয়ে সরকারপ্রধান বলেন, প্রতিযোগিতা ও চাঁদাবাজির জন্য মালিক-শ্রমিকরা রাস্তায় গাড়ি পার্কিং করে রাখেন৷ এগুলো সমাধানে ব্যবস্থা নেয়া হবে৷

সম্পর্কিত পোস্ট

মতামত দিন