হোম জাতীয় অ্যাম্বুলেন্সে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ইব্রাহিম বললেন, ‘শেষ ইচ্ছেটা পূরণ হলো’

অ্যাম্বুলেন্সে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ইব্রাহিম বললেন, ‘শেষ ইচ্ছেটা পূরণ হলো’

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

জাতীয় ডেস্ক:

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু উপজেলা নির্বাচনে ভোট দিতে ইচ্ছে পোষণ করেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের প্রবীণ ভোটার ইব্রাহীম আলম (৭০)। অবশেষে অ্যাম্বুল্যান্সে করে কেন্দ্রে নিয়ে তাকে ভোট দেয়ার ব্যবস্থা করে দেয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেল চারটার দিকে হরিপুর উপজেলার হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইব্রাহিম। তিনি উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

ইব্রাহীম আলমের ছেলে রবিউল ইসলাম জানান, ৬ দিন আগে স্ট্রোক করে দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলেন ইব্রাহীম। পরে কিছুটা সুস্থ হলে ভোটের কথা শুনে মরার আগে শেষ ভোটটা দিতে চান তিনি। পরে বিশেষ ব্যবস্থায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে নিয়ে আসা হয় তাকে।

অ্যাম্বুলেন্সে করে এসেও ভোট দিতে পেরে খুশির কথা জানান ইব্রাহীম। বলেন, ‘শেষ ইচ্ছেটা পূরণ হলো। আর ভোট দিতে পারি কি না- সে কারণে ভোট দেয়ার ইচ্ছা ছিল।’

হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ার ইসলাম জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না ৷ এ কারণে তার সন্তানকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সে ভোটকেন্দ্রে নিয়ে তাকে ভোট দেয়ার সুযোগ করে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন