হোম জাতীয় ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ‘অভিভাবকের গাড়ি’ থেকে গুলি, আতঙ্ক

ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ‘অভিভাবকের গাড়ি’ থেকে গুলি, আতঙ্ক

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) সামনে বাচ্চাকে নিতে আসা ‘অভিভাবকের গাড়ি’ থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে সেখানে আতঙ্ক সৃষ্টি হয়।

বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ভাটারা থানা পুলিশ।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ডিসি) হাসানুজ্জামান মোল্যা সংবাদমাধ্যমকে বলেন, কোন গাড়ি থেকে কার বন্দুক থেকে গুলি বের হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘এক গানম্যানের বন্দুক থেকে ‘অপ্রত্যাশিত’ভাবে গুলি বের হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন