হোম জাতীয় ভোটকেন্দ্রে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা মাদ্রাসাছাত্র

ভোটকেন্দ্রে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা মাদ্রাসাছাত্র

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

জাতীয় ডেস্ক:

কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভোটকেন্দ্রে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসাকেন্দ্র থেকে যুবককে আটক করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আটক মো. আনাছ (১৭) মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজী পাড়ার মো. নেছার উদ্দিনের ছেলে। সে স্থানীয় মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র।

ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার বরাতে রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ৮ নম্বর ভোটকেন্দ্রে এক যুবকের আচরণ গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সরকারি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেছে।’

আটক যুবকের কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন