হোম সিলেটমৌলভীবাজার মৌলভীবাজারের ৪টি আসনে ২২ জন প্রার্থী

মৌলভীবাজারের ৪টি আসনে ২২ জন প্রার্থী

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪ জন ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী, তৃণমূল বিএনপি ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩ জন, জাসদ ১ জন, বিকল্পধারা বাংলাদেশ ১ জন, ওয়াকার্স পার্টি ১ জন, ন্যাশনাল পিপল্স পার্টি ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ১ জন, ইসলামী ঐক্যজোট ২ জন ও স্বতন্ত্র ৩ জনসহ মোট ২২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এ দিকে মৌলভীবাজার-৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম শহীদ এর মনোনয়ন বাতিল হলে বর্তমানে ওই প্রার্থী উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ায় এখনো আদালত থেকে তাঁর প্রার্থীতা নিয়ে কোন চুড়ান্ত আদেশ হয়নি।

৪টি আসনে প্রার্থীরা হলেন-

মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে নির্বাচনে অংশ নিয়েছেন ৪ জন প্রার্থী। তারা হলেন মো: শাহাব উদ্দিন (আওয়ামী লীগ মনোনীত) নৌকা প্রতীক, আহমেদ রিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি, এরশাদ) লাঙ্গল প্রতীক, মো: আনোয়ার হোসেন (তৃণমূল বিএনপি) শোনালী আঁশ প্রতীক, মো: ময়নুল ইসলাম (স্বতন্ত্র) ট্রাক প্রতীক।

মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে নির্বাচনে অংশ নিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন, শফিউল আলম চৌধুরী নাদেল (আওয়ামী লীগ মনোনীত) নৌকা প্রতীক, একেএম সফি আহমদ সলমান (স্বতন্ত্র আওয়ামী লীগ) ট্রাক প্রতীক, মো: আব্দুল মতিন (স্বতন্ত্র আওয়ামী লীগ) কাঁচি প্রতীক, এম এম শাহীন (তৃণমূল বিএনপি) শোনালী আঁশ প্রতীক, মো: আব্দুল মালিক (জাতীয় পার্টি,এরশাদ) লাঙ্গল প্রতীক, মাওলানা আছলাম হোসাইন রাহমানী (ইসলামী ঐক্যজোট) মিনার প্রতীক, এনামুল হক মাহতাব (ইসলামি ফ্রন্ট) মোমবাতী প্রতীক, মো: কামরুজ্জামান সিমু (বিকল্প ধারা) কুলা প্রতীক।

মৌলভীবাজার–৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে নির্বাচনে অংশ নিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, মো: জিল্লুর রহমান (আওয়ামী লীগ মনোনীত) নৌকা প্রতীক, আব্দুল মোসাব্বির (জাসদ) মশাল প্রতীক, তাপস কুমার ঘোষ (ওয়ার্কাস পার্টি) হাতুড়ী প্রতীক, মো: আবু বকর (এনপিপি) আম প্রতীক, মো: আলতাফুর রহমান (জাতীয় পার্টি, এরশাদ) লাঙ্গল প্রতীক, মো: ফাহাদ আলম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) ছড়ি প্রতীক, মো: আব্দুর রউফ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) মোমবাতি প্রতীক।

মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নিয়েছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ (আওয়ামী লীগ মনোনীত) নৌকা প্রতীক, মোঃ আনোয়ার হোসাইন (ইসলামি ঐক্যজোট) মিনার প্রতীক, আব্দুল মুহিদ হাসানী (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) মোমবাতি প্রতীক।

জেলায় ৬৭ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৩৫ জন। এরমধ্যে পূরুষ ৭ লাখ ৬৯ হাজার ৯৪৩জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৬৪৮জন। মোট ভোট কেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ৩ হাজার ৩০৫টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন