হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে মূলঘর বিনামুল্যে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাটে মূলঘর বিনামুল্যে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে নবলোক পরিষদের প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামান এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবার জন্য বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিন দুই শতাধিক রোগী বিনামূল্যে এই চিকিৎসা গ্রহন করেন।

উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের উপনির্বাহী পরিচালক মো. আলতাব হোসেন। প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান এর পরিচালনায় এসময় মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ফয়জুর রাজ্জাক খান, ডা. কাজী সানজিদা জামান, কো-অর্ডিনেটর,এরিয়া ম্যানেজার উজ্জল কুমার দেওয়ান, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, ফকির মোস্তফা কামাল, শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন