হোম চট্টগ্রামব্রাহ্মণবাড়িয়া নিজের টাকায় ছাত্রলীগ নেতার পাঠ্যবই বিতরণ, এলাকাজুড়ে প্রশংসা!

নিজের টাকায় ছাত্রলীগ নেতার পাঠ্যবই বিতরণ, এলাকাজুড়ে প্রশংসা!

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম মাসুদ নিজের টাকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।

মাসুদ বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নিজ উদ্যোগে নিজের টাকায় তিনি শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করেন।

সোমবার (১৩ নভেম্বর) কলেজের বেশ কজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে তিনি পাঠ্যবই তুলে দেন। এছাড়াও কলেজ কর্তৃপক্ষের কাছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছেন। তাদের সবাইকে পাঠ্যবই দেয়ার ঘোষণা দেন এ ছাত্রলীগ নেতা।

বই বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম ছাড়াও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, ‘ছাত্রলীগের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার পথকে সুগম করার এই দায়িত্ব আরও অগ্রগতি এনে দেবে বাংলাদেশকে। ইতিহাস-ঐতিহ্যের এই সংগঠনের নেতৃবৃন্দ এভাবেই দেশের মানুষের পাশে থাকবে – এই প্রত্যাশাই করি। ছাত্রলীগ বই বিতরণের মাধ্যমে এই কলেজে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বই বিতরণের উদ্যেক্তা আশিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করে থাকি নিজের উদ্যেগে কিছু করার। শিক্ষার্থীদের সুখ-দুখের ভাগিদার হওয়ার। নিজের কাছেই ভালো লাগছে শিক্ষার প্রসারে এই ভূমিকা রাখার জন্য। আগামীতে বড় পরিসরে আরও ব্যতিক্রমী কিছু করার চিন্তা-ভাবনা আছে। শিক্ষার্থীদের কল্যাণে যে কোনও সময় আমি পাশে থাকব।’

ছাত্রলীগের এমন কাজ প্রশংসা কুড়িয়েছে সুধী মহলেও। বাহারউদ্দিন নামে এক সাংস্কৃতিক কর্মী বলেন, ‘সত্যিই এটি একটি প্রশংসনীয় কাজ! সব সময় সাধারণ ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের পড়াশোনা করার সুযোগের পাশাপাশি তাদের মনোবলকে বেগবান করবে আশা করি।’

শরীফ নামে এক সুধী বলেন, ‘আগামীর বাংলাদেশ গঠনে এই তরুণরা বেশ ভূমিকা রাখবে। এভাবেই ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ বজায় রাখাসহ তাদের যে কোনও প্রয়োজনে ছাত্রলীগ পাশে থাকবে প্রত্যাশা করি।’

ছাত্রলীগ নেতার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে বেশ আলোচনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন