হোম খেলাধুলা আইসিসির স্বীকৃতি পেল প্রথম বাংলাদেশি ব্যাট ব্র্যান্ড ‘এমকেএস’

আইসিসির স্বীকৃতি পেল প্রথম বাংলাদেশি ব্যাট ব্র্যান্ড ‘এমকেএস’

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ব্যাট ডক্টর হিসেবে সুনাম অর্জন করা হুসাইন মোহাম্মদ আফতাবের এমকেএস স্পোর্টের লোগোকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর পর স্বীকৃতি পেল আফতাবের এই লোগো।

বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েসের উৎসাহেই সাধারণ ব্যাটের কারিগর থেকে পুরোদমে কারখানা নির্মাণ করেন শাহীন নামে পরিচিত হুসাইন মোহাম্মদ আফতাব। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর এখন থেকে দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে শোভা পাবে শাহিনের এমকেএস স্পোর্টসের লোগো।

সোমবার (১১ ডিসেম্বর) আইসিসির পক্ষ থেকে পত্র দিয়ে অনুমোদনের ব্যাপারে সুখবর জানানো হয় শাহিনকে। যার ফলে এখন থেকে খেলোয়াড়দের এই ব্যাট ব্যবহার করতে বা স্পন্সরশিপ নিতে আর কোন বাধা থাকছে না। এমকেএস স্পোর্টের লোগো এখন ব্যবহার করা যাবে ক্রিকেটের যেকোনো সরঞ্জামে।

২০২০ সালে রাজশাহী নগরীর চন্দ্রিমার বার এলাকায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যেকোনো ক্রিকেট ব্যাট মেরামত থেকে শুরু করে নতুন ব্যাট তৈরি, সবই করে থাকেন ব্যাটের কারিগর হুসাইন মোহাম্মদ আফতাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন