হোম খেলাধুলা ‘বাংলাদেশ এমন করছো কেন, আমার ভাইকে খেলতে দাও’, ফিজকে নিয়ে আকাশ

‘বাংলাদেশ এমন করছো কেন, আমার ভাইকে খেলতে দাও’, ফিজকে নিয়ে আকাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

এবারের আইপিএলটা আশানুরূপভাবেই শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ৪ উইকেট শিকার করে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছিলেন তিনি, হয়েছিলেন ম্যাচসেরা। কাটার মাস্টার এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ফর্মেই আছেন বলা যায়, যদিও ঘনিয়ে আসছে তার দেশে ফেরার সময়। বাংলাদেশের বেধে দেয়া নিয়ম অনুযায়ী, ১ মে দেশে ফিরতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

এবারের আইপিএলের অ্যাওয়ে ম্যাচগুলোতে কিছুটা ব্যয়বহুল হলেও চেন্নাইয়ের মাঠে প্রায়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন মুস্তাফিজ। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না টাইগার পেসার। বিষয়টি নিয়ে হতাশ আকাশ।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘বাংলাদেশ এমনটা কেন করছে? আমার ভাইকে (মুস্তাফিজ) খেলতে দাও না! সে চলে গেলে চেন্নাইয়ের ক্ষতি হবে।’

মুস্তাফিজ দেশে ফিরবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। এ সম্পর্কে বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, মুস্তাফিজের আইপিএলে খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ। বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’

জালাল ইউনুসের বক্তব্য টেনে আকাশ বলেন, ‘বাংলাদেশ তো বলছে, এখানে খেলে কোন লাভ-টাভ হচ্ছে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, সেজন্য ফিরিয়ে নিচ্ছে। নাও ফিরিয়ে। বাংলাদেশ এমনটা আগেও অনেকবার করেছে। আমি বলবো- এটা করো না। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়রাও তো যাবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন