হোম ঢাকা সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের ৬ সদস্যেরই গেল প্রাণ

সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের ৬ সদস্যেরই গেল প্রাণ

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজধানীর ভাষানটেক কালভার্ট রোডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ৬ সদস্যই মারা গেছেন।

সর্বশেষ শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে মারা যান লিজা (১৮) নামে এক কিশোরী। এরআগে তার বাবা, মা, ভাই, বোন ও নানীর মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাষানটেকের ঘটনায় দগ্ধ লিজা সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার মা সূর্য বানু (৩০), বাবা লিটন (৪৮), নানী মেহেরুন্নেছা (৮০), বোন লামিয়া (৭) ও ভাই সুজন (৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: এলপিজি অগ্নিকাণ্ডের মূলে সিলিন্ডার বিস্ফোরণ নাকি যন্ত্রাংশের ত্রুটি?

তিনি আরও জানান, বিস্ফোরণে লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়। এছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২, লিজার ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে যায়।

গত ১২ এপ্রিল ভোর ৪টার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন