হোম জাতীয় পর্যটককে ধর্ষণ: ঘটনা তদন্তে ট্যুরিস্ট পুলিশ

পর্যটককে ধর্ষণ: ঘটনা তদন্তে ট্যুরিস্ট পুলিশ

কর্তৃক Editor
০ মন্তব্য 186 ভিউজ

অনলাইন ডেস্ক:

এ ঘটনায় অভিযুক্ত মামলার এজাহারভুক্ত আসামি আবাসিক হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করে র‍্যাব হেফাজতে নেওয়া হলেও এ পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনকে।

মামলার অভিযুক্তরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, মেহেদী হাসান বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন।

আরও পড়ুন: পর্যটককে ধর্ষণ: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৩, মামলা

ট্যুরিস্ট পুলিশ বলছে, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগী নারী এর আগেও কক্সবাজার এসেছিল। স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিল। সব দিক বিবেচনা করে মামলাটি তদন্ত করা হচ্ছে।

গত বুধবার সৈকতের লাবনী পয়েন্টে স্বামীর সঙ্গে ধাক্কা লাগার জেরে স্বামী-সন্তানকে জিম্মি করে কয়েক দফায় ধর্ষণের অভিযোগ তুলে এক নারী পর্যটক। পরে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে র‍্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন