হোম আন্তর্জাতিক লোকসভা নির্বাচন: ভোট গণনা প্রক্রিয়ায় পরিবর্তন হবে না: সুপ্রিম কোর্ট

লোকসভা নির্বাচন: ভোট গণনা প্রক্রিয়ায় পরিবর্তন হবে না: সুপ্রিম কোর্ট

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ধরনের পরিবর্তন হবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৬ এপ্রিল) এ নির্দেশ দেয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোট গণনার পুরনো ব্যালট পদ্ধতিতে ফিরে যাওয়ার আবেদনের বিপক্ষে দুই বিচারপতি-বেঞ্চ রায় দিয়েছেন। লোকসভা নির্বাচন শুরুর কয়েকদিন পর এমন রায় দিলেন আদালত।

গত ১৯ এপ্রিল থেকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাত দফার এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী ১ জুন।

দুই বিচারপতি-বেঞ্চ সর্বসম্মত এই রায় দেয়ার পর বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, ‘এই ব্যবস্থার যেকোনো দিক নিয়ে অন্ধ আলোচনা অযৌক্তিক সংশয় সৃষ্টি করতে এবং অগ্রগতিতে বাধা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারচেয়ে বরং সিস্টেমের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে প্রমাণ এবং যুক্তির মাধ্যমে একটি গঠনমূলক পদ্ধতি অনুসরণ করা উচিত।’

২০০০ সাল থেকে ভোটের রেকর্ড রাখতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে আসছে ভারত। তবে সম্প্রতি ভোট গনণায় এই সিস্টেমের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন