হোম আন্তর্জাতিক নতুন যুদ্ধের শঙ্কা: যুদ্ধবিমান নিয়ে ঘুরছে চীন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রস্তুত তাইওয়ান!

নতুন যুদ্ধের শঙ্কা: যুদ্ধবিমান নিয়ে ঘুরছে চীন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রস্তুত তাইওয়ান!

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানের আশপাশে গত ২৪ ঘণ্টায় চীনের ৩২টি যুদ্ধবিমান ও ৫টি পিপলস লিবারেশন আর্মি নেভি জাহাজ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর মধ্যে ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা পার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের প্রতিরক্ষাবাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর নজরদারির জন্য তারাও যুদ্ধবিমান, জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

এদিকে, এ ঘটনার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক সাই মিং-ইয়েন সেখানকার শীর্ষ নেতাদের দক্ষিণ চীন সাগরীয় অঞ্চল সফর না করার পরমর্শ দিয়েছেন।

এর আগে, ফেব্রুয়ারি মাসেও তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এ পর্যন্ত চলতি বছর সেবারই সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধবিমান শনাক্ত করা হয়।

এ বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কিনপন্থি লাই চিং-তে। এরপরই ওই যুদ্ধবিমানগুলো পাঠিয়েছিল চীন।

২০২০ সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের আশপাশে চলাচল করা সামরিক বিমান এবং নৌ জাহাজের সংখ্যা বৃদ্ধি করে চীন ‘গ্রে জোন কৌশলের’ ব্যবহার বাড়িয়েছে।

উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল হিসেবে বিবেচনা করে। যদিও তারা কখনোই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন