হোম খেলাধুলা তানজিম সাকিবের বদলি হাসান

তানজিম সাকিবের বদলি হাসান

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন হাসান মাহমুদ।

রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুদলের ১-১ সমতা। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

সে ম্যাচের আগে হোঁচট খেল টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ পেসার বনে যাওয়া তানজিম সাকিব। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। শুরুর তিনজনকেই সাজঘরে ফেরান বাংলাদেশের পেসার। ৪৪ রানের বিনিময়ে তিনি নেন আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা ও সাদেরা সামারাভিক্রমার উইকেট। ওই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সাকিব পান এক উইকেট। যদিও দলের বাকিদের মধ্যে সবচেয়ে বেশি রান (৬৫) খরচ করেন তিনি। বাংলাদেশ ম্যাচটি হারে ৩ উইকেটে।

সবকিছু ঠিক থাকলে সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে তার একাদশে থাকা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু চোট তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করলো। তার জায়গায় দলে ডাকা হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। প্রায় তিন মাস পর দলে ডাক পেলেন তিনি। গত ২০ ডিসেম্বর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন এ পেসার।

তানজিদ সাকিবের বদলি হিসেবে হাসানের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বিসিবি লেখে, ‘তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি এবং ব্যথা অনুভব করছে। আজকের অনুশীলনেও সে অস্বস্তি অনুভব করছিল এবং কাল ম্যাচ খেলার জন্য ফিট নয়। তার বদলি হিসেবে পেসার হাসান মাহমুদকে তৃতীয় ওয়ানডের দলে ডাকা হয়েছে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন