হোম রাজনীতি রওশনের নতুন কমিটি, সরে দাঁড়ালেন কো-চেয়ারম্যান সেন্টু

রওশনের নতুন কমিটি, সরে দাঁড়ালেন কো-চেয়ারম্যান সেন্টু

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

রাজনীতি ডেস্ক:

কমিটি ঘোষণার দুদিন পর রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম সেন্টু।

সোমবার (১১ মার্চ) দলের চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এতে শফিকুল ইসলাম উল্লেখ করেন, ‘আমি ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলে কো-চেয়ারম্যান পদে নির্বাচিত হই। কিন্তু আমার দ্বারা এতবড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। কারণ, আমার পারিবারিক কাজ এবং স্বাস্থ্যগত সমস্যা, উপরন্তু এলাকার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সার্বক্ষণিক ব্যস্ততার মাঝে থাকতে হয়। এ অবস্থায় ঘোষিত কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।’

এর আগে ৯ মার্চ রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির সম্মেলনে রওশন এরশাদপন্থির কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আগামী তিন বছরের জন্য দলটির চেয়ারম্যান নির্বাচিত হন রওশন এরশাদ। পার্টির প্রধান নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আর কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়ে। এছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। তবে কমিটি ঘোষণার তিন দিনের মাথায় পদত্যাগপত্র দেন তিনি।

অন্য ৫ কো-চেয়ারমান হলেন- শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন ও সুনীল শুভরায়। সুনীল শুভরায় জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন