হোম জাতীয় মতিঝিলে বাসের ধাক্কায় অটোচালকসহ আহত ৫

মতিঝিলে বাসের ধাক্কায় অটোচালকসহ আহত ৫

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

জাতীয় ডেস্ক :

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বক চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন- রাশেদা বেগম (৫০), তার মেয়ে লিমা আক্তার (২০), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাত বোন খাদিজা আক্তার (২২) ও চালক রাজিব (৩৭)।

আহত লিমা জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার শৈলজানি গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে থাকেন তারারাজধানী । সকালে গ্রাম থেকে ট্রেনে করে এসে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে অটোরিকশায় করে কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন। মতিঝিল আসলে একটি বাসের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মধ্যে সিএনজি অটোরিকশা চালকের আবস্থা আশঙ্কাজন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন