হোম জাতীয় পাটজাত পণ্যের রফতানি সহজ করতে চীনকে অনুরোধ বাংলাদেশের

পাটজাত পণ্যের রফতানি সহজ করতে চীনকে অনুরোধ বাংলাদেশের

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

জাতীয় ডেস্ক:

চীনে পাট ও পাটজাত পণ্যের রফতানি সহজ করতে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে আলোচনার কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বস্ত্রমন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের জন্য চীন বড় বাজার। চীনের বাজারে আরও সহজে যেন বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারে, এ জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশটির সাথে আমদানি ও রফতানির যে বড় গ্যাপ রয়েছে, তা কমিয়ে আনা উচিত। চীন এক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রদূত।

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে চীন আমাদের বন্ধু দেশ। দ্বাদশ জাতীয় নির্বাচনে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর সবার আগে তারা অভিনন্দন জানিয়েছে। চীন আমাদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান নানক।

এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ থেকে পাট ও পাটজাতীয় পণ্য নিতে চাই। চীনের ব্যবসায়ীদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানাই। আগামী ৫ বছর আমরা বাংলাদেশের সাথে আগের চেয়ে আরও ভালোভাবে কাজ করতে চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন