হোম অন্যান্যলাইফস্টাইল দুর্গাপূজায় চুল সিল্কি আর শাইনিং রাখতে যা করবেন

দুর্গাপূজায় চুল সিল্কি আর শাইনিং রাখতে যা করবেন

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিনব্যাপী উৎসবে সাজের বাহার লেগেই থাকে আর সাজের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রকম চুলের স্টাইল ও করা হয়।

সিরাম তৈরির প্রণালি 

একটি বাটিতে পাঁচ চা চামচ গোলাপ জল, দুই চা চামচ এ্যালোভেরা জেল, নারকেল তেল এক টেবিল চামচ ও চিনি এক চা চামচ একসঙ্গে নিয়ে মিশিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকতে হবে।

ব্যবহারের নিয়ম 

গোসলের ২-৩ ঘণ্টা আগে চুলে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর পছন্দসই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার অন্তত সিরামটি ব্যবহার করবেন। এক সপ্তাহের মধ্যেই ফলাফল লক্ষ্য করতে পারবেন। তবে চুলের গোড়ায় সিরাম না লাগানো ভালো, শুধু চুলে লাগাতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন