হোম আন্তর্জাতিক ভিয়েনায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

ভিয়েনায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন ও শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৮ এপ্রিল) ভাস্কর্য উন্মোচন শেষে দূতাবাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু কর্নারসহ দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির নন, বিশ্ব মানবতার প্রতীক বিশ্ববন্ধু শেখ মুজিব মুক্তিকামী, স্বাধীনতাকামী, নিপীড়িত-নির্যাতিত মানুষের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এক অবিনাশী আলোকবর্তিকা।

এ সময় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আসাদ আলম সিয়াম, দূতাবাসের কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশিদের নেতারা ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিয়েনার দূতাবাসটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পত্তি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন