হোম রংপুরদিনাজপুর দিনাজপুরের মেয়র কারাগারে

অনলাইন ডেস্ক:

আত্মসমর্পণের পর বিএনপি নেতা ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মেয়র জাহাঙ্গীর দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম জুলফিকার উল্লাহের আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলা হাজতে পাঠানো হয়। পরে প্রিজন ভ্যানে করে তাকে জেলা কারাগারে নেয়া হয়।

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার এক আবেদন নিয়ে ১২ অক্টোবর আপিল বিভাগের এই বেঞ্চ এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দেন। রায়ের পর আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশও দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন