হোম খুলনাকুষ্টিয়া চুরি হওয়ার ৪ দিন পর মায়ের কোলে ফিরল নবজাতক আরিয়ান

চুরি হওয়ার ৪ দিন পর মায়ের কোলে ফিরল নবজাতক আরিয়ান

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ

অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে হাসপাতাল থেকে চুরি হওয়ার ৪ দিন পর মায়ের কোলে ফিরল নবজাতক আরিয়ান।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বল গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে তিন দিনের একটি নবজাতক শিশু চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই র‌্যাব-১২ সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বল গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার আভিযোগে দুজনকে আটক করে র‌্যাব। আরও অন্য কেউ শিশু চুরির সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখছে র‌্যাবের সদস্যরা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সকালে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে সিজারের জন্য ভর্তি হয় চুরি হওয়া শিশুর মা সাদিয়া আক্তার। ওই দিনেই দুপুরে সিজার হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বাবা-মা শিশুটিকে নাম দেয় আরিয়ান। ৭ ফেব্রুয়ারি দুপুরে শিশুটির নানীর কাছে অপরিচিত মধ্য বয়সী এক নারী নিঃসন্তান দাবি করে শিশুটিকে আদর করার জন্য কোলে নেয়। সুযোগ বুঝে ওই নারী তিনদিনের নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবা দীপু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন