হোম অন্যান্যলাইফস্টাইল কোরবানির পশুকে কী খেতে দেবেন

কোরবানির পশুকে কী খেতে দেবেন

কর্তৃক Editor
০ মন্তব্য 160 ভিউজ

লাইফস্টাইল ডেস্ক:

ইসলামি শরিয়তে কোরবানির পশুকে কোনো ধরনের কষ্ট না দেয়ার বিধান রয়েছে। তাই কখনোই কোরবানির পশু হাট থেকে কেনার পর তার অযত্ন করবেন না।

অনেকেই ভেবে উঠতে পারেন না, কোরবানির পশু কেনার পর তাকে কী খাবার দিতে হবে। পশুচিকিৎসকরা বলছেন, কোরবানির পশুকে যখন হাটে আনা হয় তখন পরিবেশ পরিবর্তন এবং দীর্ঘ পথ জার্নির কারণে গরুগুলো ক্লান্ত ও পরিশ্রান্ত থাকে। খাবারেরও ঘাটতি থাকে।

তাই কোরবানির পশু কেনা হয়ে গেলে তার জন্য হাট থেকে খাবারও কিনে নিন। খড়, কাঁচা ঘাস, ভুসি গরুর পছন্দের খাবার। এ ছাড়া ভাতের মাড়, বিভিন্ন ফলের খোসা গরুকে খেতে দিতে পারেন।

এসব খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিন। তাপমাত্রা বেশি থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশাতে পারেন। তবে কোরবানির পশুকে কখনোই জোর করে খাবার খাওয়ানো ঠিক নয়। সবসময় স্বাভাবিক পরিমাণে খাবার দিতে চেষ্টা করুন। মনে রাখবেন, কোরবানির আগের রাতে কোরবানির পশুকে বেশি খাবার খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন