হোম অর্থ ও বাণিজ্য ঈদ বাজার: বেড়েছে ব্যস্ততা, বেচাকেনায় মুখর শপিংমলগুলো

ঈদ বাজার: বেড়েছে ব্যস্ততা, বেচাকেনায় মুখর শপিংমলগুলো

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

নানান রঙে ঢঙে নিত্যনতুন সাজছে শপিংমলগুলো। ঈদ কেন্দ্রিক কেনাকাটায় শেষ দিকে ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের। পোশাকের পাশাপাশি ভিড় বাড়ছে জুতা-অলংকারসহ প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গের দোকানেও। বিক্রেতারা জানিয়েছেন ছুটির দিনে নির্দিষ্ট কোনো সময় নয়, ক্রেতাদের ভিড় অনুযায়ী খোলা রাখতে চান বিপনীবিতান।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর ঈদবাজার ঘুরে দেখা যায়, ঈদ কেনাকাটায় পোশাকের দোকানের চাপ শেষ দিকে এসে ছড়িয়ে পড়ছে প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গের দোকানগুলোতেও।

দেশি ব্রান্ডের ভিন্নধর্মী অলংকার, আবার অন্যান্য দোকানে চোখ ধাঁধানো স্টোনের কারুকাজ করা অলংকার। হাইহিল, স্লিপার। ক্রেতাদের আগ্রহের তালিকায় এসব পণ্যই।

ক্রেতারা বলেন, পোশাকের পাশাপাশি নতুন জুতা-অলংকার না কিনলে ঈদের আনন্দ জমে না।

ছেলেদের টি শার্ট-শার্ট থেকে শুরু করে মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, ওয়ান পিস-থ্রিপিস। ক্রেতার কাছে এসব পোশাকের আবেদন থাকে চাঁদ রাত পর্যন্ত। এদিকে ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাসে মাঝ রমজানেই যেন ঈদ লেগে গেছে বিক্রেতাদের মনে।

ব্যবসায়ীরা বলেন, ঈদ উপলক্ষে বেড়েছে বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনগুলো থাকে উপচে পড়া ভিড়। যতক্ষণ ক্রেতাদের ভিড় থাকবে ততক্ষণই খোলা রাখতে চান বিপণিবিতানগুলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন