হোম অর্থ ও বাণিজ্য ঈদে চাহিদা বেড়েছে শাড়ির

ঈদে চাহিদা বেড়েছে শাড়ির

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

উৎসব-আনন্দে নিজেদের সাজাতে বরাবরই বাঙালি নারীর পছন্দের শীর্ষে থাকে শাড়ি। এই আবেদনকে আমলে নিয়ে আধুনিক পোশাকের ভিড়েও এবার ঈদকেন্দ্রিক কেনাকাটায় আনা হয়েছে শাড়ির নতুন কালেকশন। বিক্রেতাদের আশা, চাঁদরাত পর্যন্ত সমানতালে থাকবে চাহিদা।

বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ১২ মাসে ১৩ পার্বনের দেশে তাই তো আধুনিক পোশাকের সমারোহেও শাড়ির আবেদন একচুলও কমেনি নারীর কাছে।

ক্রেতারা জানান, শাড়িতে নারীর সৌন্দর্য কয়েকগুন বেড়ে যায়। তাই ঈদে মনের মতো করে সাজতে শাড়ি কেনা।

ঈদ উপলক্ষে চাহিদার কথা মাথায় রেখে শাড়িতেও আনা হয়েছে নান্দনিকতার মিশেল। যেমন হাতে ও মেশিনের কাজে, স্ক্রিন বা ব্লক প্রিন্টে, কখনো হ্যান্ড পেইন্টে। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমিন। ডিজাইনে মুগ্ধতা বাড়লেও দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের।

তারা বলেন, ঈদ উপলক্ষে বেড়েছে শাড়ির চাহিদা। তবে নতুন নতুন ডিজাইন এলেও গত বছরের তুলনায় দাম তেমন একটা বাড়েনি।

ঐতিহ্যবাহী কাতান, বেনারসি, জামদানির কদর বহু যুগ ধরে। সমান জনপ্রিয় কটন, সিল্ক ও হাফসিল্কের শাড়িও। বিক্রেতারা জানান, এবছর ঈদ কেনাকাটায় জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে পার্টি শাড়ি।

শাড়ির বেচাকানা থাকে চাঁদরাত পর্যন্ত। তাই দিন যত এগোচ্ছে শাড়ি বিক্রেতারাও আশায় বুক বাঁধছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন