হোম ঢাকামাদারীপুর ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ৬ লাখ টাকা জরিমানা

ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ৬ লাখ টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

অনলাইন ডেস্ক:

মাদারীপুরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে তিনটি ভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে যৌথ নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার ও মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার পাঁচখোলা এলাকায় সরকারি আইন অমান্য করে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। এসব ইটভাটায় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় কাঠ পোড়ানোর সত্যতা পাওয়ায় জেএসবি ইটভাটার মালিক সোবাহান মিয়াকে দুই লাখ ও এমআরকে-০১ এবং এমআরকে-০২ এই দুটি ইটভাটার মালিক রহিম খানকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়।

পরে ফায়ার সার্ভিসের সমন্বয়ে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়। জনগনের স্বার্থে ইটভাটার এমন কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন