হোম আন্তর্জাতিক আফগানিস্তানে প্রচণ্ড বিস্ফোরণ, আহত ১৬

আফগানিস্তানে প্রচণ্ড বিস্ফোরণ, আহত ১৬

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খামা প্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য জানায়নি। অন্যদিকে কোনও দল এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। 
 
এর আগে দেশটিতে এ ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং দায়েশ গ্রুপ এর দায় স্বীকার করে নিয়েছে।
 
বর্তমানে তালেবান সরকারের প্রধান প্রতিপক্ষ আইএস-খোরাসন।  তারা এখন পর্যন্ত তালেবানের বহু সদস্য, প্রবসী ও বেসামরিকদের হত্যা করেছে।
 
যদিও বর্তমান সরকার দাবি করে দেশে নিরাপত্তা রয়েছে। কিন্তু আসলে তা নয়। সরকারকে এখনো নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির চরমপন্থী দল দায়েশ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায়। বিশেষ করে তারা দেশটির রাজধানী কাবুলে অসংখ্য হামলা চালায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন