হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার ঐতিহ্যবাহি মায়ের বাড়ির পূজা মন্দিরে দূঃসাহসিক চুরি

সাতক্ষীরার ঐতিহ্যবাহি মায়ের বাড়ির পূজা মন্দিরে দূঃসাহসিক চুরি

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহি পূজা মন্দিরে রবিবার ভোরে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর চক্রের সদস্যরা মন্দিরের প্রাচীর টপকে জগন্নাথ দেব, রাধাগোবিন্দ মন্দির ও মন্দির সমিতির অফিসের দরজার তালা ভেঙে সোনার গহনাসহ চুরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে।

পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির সেবাইত গোবিন্দ দাস জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দিকে তিনি মন্দিরের প্রধান ফটকের তালা খোলেন। ভিতরে যেয়ে তিনি জেলা মন্দির সমিতির অফিসকক্ষের দরজার গ্রীল ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর অফিস কক্ষের তালা, একটি স্টীলের আলমারি ও তিনটি কাঠের আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। চোর চক্রের সদস্যরা ওইসব আলমারির ভিতরে রাখা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র তছনছ করে। পরেজ তিনি জগন্নাথ দেব ও রাধা গোবিন্দ মন্দিরের বারান্দার গ্রীলের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনকে খবর দেন।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোর চক্রের এক সদস্য রবিবার ভোর ৫টা ৫ থেকে ৫টা আট মিনিটের মধ্যে জগন্নাথ দেব এর মন্দিরের পূর্ব পাশের প্রাচীর টপকে ভিতরে ঢোকে মর্মে সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন। পরে তারা জগন্নাথ দেব ও রাধা গোবিন্দ মন্দিরের বারান্দার তালা ভেঙে মন্দিরে ঢুকে পড়ে। জগন্নাথ দেব এর মন্দির থেকে চোর চক্রের সদস্যরা ছয় আনা ওজনের সোনার গহনা , রাধা গোবিন্দ মন্দির থেকে কিছু রোল্ড গোল্ড ও সামান্য সোনার গহনা চুরি করে নিয়ে যায়। তবে চোর চক্রের সদস্যরা মন্দির সমিতির অফিসের চারটি আলমারির তালা ভেঙে জিনিসপত্র তছনছ করলেও কি কি জিনিস নিয়ে গেছে তা দুপুর দুইটা পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মায়ের বাড়ির মত একটি প্রাচীন ঐতিহ্যবাহি মন্দিরে দূঃসাহসিক চুরির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বাদি হয়ে রবিবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন