হোম চট্টগ্রামখাগড়াছড়ি ১ ঘণ্টার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মোহনা

অনলাইন ডেস্ক:

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হয়েছেন নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী মোহনা ত্রিপুরা। এক ঘণ্টার জন্য এই দায়িত্ব পালন করে মোহনা।

রোববার (১৫ অক্টোবর) বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেয়া হয়। সকাল ১১ থেকে এক ঘণ্টার জন্য এই দায়িত্ব পালন করে মোহনা।

এর আগে ফুল দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেয়া হয় তাকে। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিতরণ কার্যক্রমে অংশ নেয় সে।

প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড ছেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরার মেয়ে। সে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, জাতিসংঘ ২০১২ সাল থেকে দিবসটি গুরুত্ব সহকারে উদযাপন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন ও সমাজ। এই ধারণা থেকেই এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন