জাতীয় ডেস্ক:
বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে নবাবগঞ্জ ও দোহারে উপজেলা প্রশাসন আয়োজিত ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বীরত্বের জয়গানে’ এ আহ্বান জানান সালমান এফ রহমান।
তিনি বলেন, ১৯৫২-র ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আন্দোলন ছিল না; বরং এ আন্দোলনে মহান ভাষাশহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনুধাবন করেছিলেন যে পাকিস্তানিরা ভাষার অধিকারই হরণ করতে চায়, তারা ভবিষ্যতে বাঙালির সব অধিকারই ক্ষুণ্ন করবে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এ সময় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য তিনি সভায় উপস্থিত সবাইকে অনুরোধ জানান।
সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
চলমান এই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সোনার বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল কাজের মাধ্যমে যথাযথ মেধা বিকাশের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার জন্য অনুরোধ জানান সালমান এফ রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দোহার-নবাবগঞ্জ উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি উপজেলা দুটিকে মডেল উপজেলায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।
নবাবগঞ্জ ও দোহার উপজেলায় উপজেলা শহীদ মিনারে মহান ভাষাশহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সালমান এফ রহমান। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বীরত্বের জয়গান’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের গ্রুপ সিইও ও আইএফআইসি ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান এবং সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান।