পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা পৌরসভার ২ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর স্ত্রী নবিরণ বিবি সোমবার এসংবাদ সম্মেলন করেন। রোববার একই বিষয় নিয়ে সহিল উদ্দীন মিস্ত্রির স্ত্রী হাসিনা বেগম সংবাদ সম্মেলন করেন। পাল্টা সংবাদ সম্মেল নবিরণ বিবি লিখিত বক্তব্যে বলেন, হাছিনা বিবি শিববাটী মৌজায় ২৫২/৩৫৭ দাগে এক একর জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছে।
এছাড়া একই মৌজায় ২৫২/২৬৮ দাগে আমার নিজ,আমার স্বামী বাবর আলী গাজী ও আমার পুত্রবধুর নামে ২০১৩-১৪ সালে বন্দোবস্তের জন্য আবেদন করি। যা দখলে রয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে ৪৮/১৪ দেঃ মামলা করেন আমার স্বামী। যা বর্তমানে চলমান রয়েছে। এদিকে প্রতিপক্ষরা তাদের বন্দোবস্ত জমির বাইরে আমাদের জমি দখলের পায়তারা করছে।
গত ২৪ ফেব্রুয়ারী প্রতিপক্ষরা উক্ত জমি দখল করতে যায়। সেসময় তারা আমাদের বাসা বাড়ি ভাংচুর করে, বাঁধ কেটে, মাছ ধরে নিয়ে যায়। এদিকে উল্টো আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দোষারোপ করেছে। যেখানে যেসব ব্যক্তিদের নাম উল্লেখ করে সন্ত্রাসী বর্ণনা দেয়া হয়েছে তাদেরকে আমরা চিনিনা। প্রকৃত পক্ষে প্রতিপক্ষরা আমাদের হয়রানি করার জন্য সাংবাদিক সম্মেলন করে দোষারোপ করছে।