হোম খুলনানড়াইল নড়াইলে ২ দিন ব্যাপী কৃষক কৃষানী প্রশিক্ষন সম্পন্ন

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়ায় অনাবাদী পতিত জমি ও বসত বাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষন হল রুমে ২ দিন ব্যাপী কৃষক কৃষানী প্রশিক্ষন শেষ হয়েছে আজ।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনাবাদী পতিত জমি ও বসত বাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের, প্রকল্প পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ আকরাম হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুল কাদের আজাদ, সিনিয়র মনিটরিং ও ইভালুয়েশন অফিসার শেখ আব্দুলাহ ওয়াহেদ, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার প্রমূখ।

প্রশিক্ষনে ৩০ জন কৃষান কৃষানী অংশ গ্রহন করে। প্রশিক্ষন শেষে অংশ গ্রহনকারীদের বিভিন্ন প্রজাতীর গাছের চারা প্রদান করা হয়। পরে জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে অবস্থিত গুচ্ছ গ্রামে ১৬ বিঘা বসত বাড়ীর অনাবাদী জমিতে আবাদ করা, ১০৪টি পরিবারের বাড়ীর আঙিনার আবাদ পরিদর্শন করেন অতিথিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন