সংকল্প ডেস্ক: চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হোরায়রা হত্যা মামলার রায়ে প্রধান আসামি তালতলা গোরস্থানপাড়ার শহিদুল ইসলামের ছেলে মোমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
এ মামলায় একই এলাকার স্কুলপাড়ার মোত্তালেবের ছেলে পারভেজ আহমেদ (২৮) ও ওই এলাকার কুটিপাড়ার জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজনকে (৩০) ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী সোমবার (৫ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন। নিহত স্কুলছাত্র এবং দণ্ডিতদের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।
সদর থানার উপপরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তদন্ত শেষে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালতের বিচারক চাঞ্চল্যকর এ মামলায় ১৩ জনের সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। বিবাদী পক্ষের কৌশলী ছিলেন মশিউর রহমান পারভেজ ও রাষ্ট্রপক্ষে এপিপি গিয়াস উদ্দীন।