হোম বরিশাল কেশবপুরে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

কেশবপুরে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মনিরুজ্জামান বাবু (৩৭) নামের এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বিভিন্ন অভিযোগ এনে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের মনিরুজ্জামান বাবু বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের শহীদ মোড়ল (৪৭), রানা মাহফুজ (২৬), সুমন মোড়ল (২২) ও আরও কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে অকথ্য ভাষাভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তার মা হাসিনা বেগমকে (৫৫) মারপিট করে আহত করে। তার স্ত্রী নুর নাহার (৩০) ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। বর্তমানে ওই ব্যক্তিদের হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে শহীদ মোড়লের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন