হোম চট্টগ্রামকুমিল্লা কুমিল্লার দেবিদ্বারে দুইশতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দিবস অনুষ্ঠিত

সাইফুল ইসলাম শিশির, কুমিল্লাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুইশতাধিক বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার চ্যাপ্টরের শিশু ও কিশোরদের নিয়ে দেবিদ্বার উপজেলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।কুমিল্লা-৪,দেবিদ্বার থেকে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন এবং ১৫ টি ইউনিয়ন, একটি পৌর সভায় সাধারন জনগণ ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে সুস্পষ্টবাসি, উপজেলা সকলের ভালোবাসা মানুষ,গরীব মানুষের ভরশারস্থল,আওয়ামী নেতা,শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর ডাক্তার ফেরদৌস খন্দকার।

জানা যায়, শেখ রাসেল দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলার আমাদের সংগঠন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস এ’র জন্য একটি গুরুত্বপূর্ণ দিনটি।এই জন্য আমরা প্রজন্মকে প্রস্তুত করি, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ যেনো সোনার বাংলা হয়ে উঠে।আজ শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার চ্যাপ্টারের শিশুরা দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে দেবিদ্বার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।যার আংগুলের ঈশারাতে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধারা আজ সেই পিতার কাছে গেলেন।দিনটি ছিলো ভীষণ আবেগময়।এই একটি অনুষ্ঠানের মাধ্যমে, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা প্রজন্মকে সাথে নিয়ে শপথনামায় অংশগ্রহণ করে “দেশ গড়বো একসাথে,বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনাকে সাথে নিয়ে”।

অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন টুঙ্গিপাড়ার সম্মানিত মেয়র জনাব শেখ তোজাম্মেল হক টুটুল ও শেখ দৌলতানা।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আলামীন বাবু।অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধন্যবাদ জানাই।আরো ধন্যবাদ জানাই শেখ রাসেল পরিবারের শিশু, কিশোরদের ও টুঙ্গিপাড়াবাসীদের।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন