হোম অন্যান্যসারাদেশ দাকোপের ভাজনখালী প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৪, আশংকাজনক ১

দাকোপের ভাজনখালী প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৪, আশংকাজনক ১

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ

দাকোপ প্রতিনিধি :

দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ভাজনখালী পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৪ জন গুরুতর রক্তাক্ত জখম হয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত কাজল বদ্যক উন্নত চিকিৎসার জন্য খুলনা মডিকল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজ বাদী হয় প্রতিপক্ষের ৫ জনের নাম উল্লখ করে থানায় এজাহার দাখিল করেন বলে জাগেছে।

ভুক্তভাগী ও এলাকাবাসী এবং থানায় দাখিল করা এজাহার সুত্র জানাগছে, উপজলার বানিশান্তা ইউনিয়নর ভাজনখালী গ্রামের রাখাল চন্দ্র বদ্য’র পুত্র দুলাল চন্দ্র বদ্যর সাথে একই গ্রামের তারাপদ মিস্ত্রীর পুত্র বিধান মিস্ত্রী গংদের সাথে জমাজমি নিয়ে পূর্ব হতে বিরোধ চল আসছিলো।

সম্প্রতি ঘূণিঝড় আম্পানে ভুক্তভাগী দুলাল বদ্যের ২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। গত ৩ জুন বুধবার সকাল ক্ষতিগ্রস্ত ঘর ২টি সংস্কার করতে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে উল্লখিত বিধান মিস্ত্রীসহ ৪জন দেশীয় অস্ত্রসস্ত নিয়ে বাড়ীর মধ্য প্রবশ করে এলোপাতাড়ি মারপিট করে এবং ঘরবাড়ী ভাংচুর করে ক্ষতি করে।

এ সময় প্রতিপক্ষর আঘাতে গুরুতর আহত, রক্তাক্ত জখম হয়ে দুলাল বদ্যর স্ত্রী লক্ষ্মী বদ্য, কৃষ্ণপদ সরদার পুত্র অশাক সরদার, রমেশ বদ্যর স্ত্রী কাজল বদ্য, গুরুতর আহতর আত্মচিংকারে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে দাকাপ উপজলা স্বাস্থ্য কমপ্লক্স ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক কাজল বদ্যর মাথায় জখম হওয়ায় অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেছেন। উল্লখ্য ঘটনায় সময় প্রতিপক্ষরা কাজল বদ্য’র শ্লীলতাহানী ঘটায় বলে ভুক্তভাগী দুলাল বদ্য জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত। দুলাল বদ্য বাদী হয়ে বিধান মিস্ত্রী গংদের বিরুদ্ধে দাকোপ থানায় মামলার দায়ের কাজ প্রস্তুতি চলছিলো বলে জানাগছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন