হোম অন্যান্যসারাদেশ দাকোপ উপজেলায় আরও ১ জনের করোনা শনাক্ত

দাকোপ উপজেলায় আরও ১ জনের করোনা শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

সৌরভ মন্ডল,দাকোপঃ

খুলনার দাকোপ উপজেলার বানিসান্তা ইউনিয়নের আমতলী গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা হীমাদ্রী মন্ডল(২২)বছরের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার বিকালে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পজেটিব আসে মোট(৩২)জনের,এর মধ্যে খুলনা জেলার ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

খুলনায় আক্রান্ত (০৩) জন হলেন, খুলনা মেডিকেল কলেজ এলাকার ডাক্তার কলোনীর (৪৪) বছরেরর এক ব্যাক্তি, তিনি ঢাকা থেকে এসেছেন।

বটিয়াঘাটা উপজেলার হাটবাটি,ফুলবাড়ি এলাকার (২৪) বছরের যুবক, তিনি গার্মেন্টস কর্মী, নায়ায়নগঞ্জ থেকে এসেছেন।

দাকোপ উপজেলার আমতলী গ্রামের (২২) বছরের যুবক। তিনিও গার্মেন্টস কর্মী নারায়নগঞ্জ থেকে এসেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন