হোম অন্যান্যসারাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়,দাকোপে অসহায় মানুষের পাশে দাড়াতে উপহার সামগ্রী নিয়ে প্রস্তুত একদল সেচ্ছাসেবী সংগঠন

কোনো রাজনৈতিক সংগঠন নয়,দাকোপে অসহায় মানুষের পাশে দাড়াতে উপহার সামগ্রী নিয়ে প্রস্তুত একদল সেচ্ছাসেবী সংগঠন

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

দাকোপ  (খুলনা) প্রতিনিধি:
করোনা ভাইরাস এর প্রভাবে দেশের প্রতিটা অঞ্চলের ধনি গরীব পরিবার সবাই আছে বিপাকে।সবার কর্ম জীবন আজ হয়ে আছে অন্ধকার,কাজের আভাবে খারাপ সময়ের মধ্যদিয়ে দিন পার করছে অসহায় খেটেখুটে খাওয়া পরিবার গুলো ।

আজ তাদের মতো কিছু অসহায় পরিবারের পাশে দাড়ানোর স্বপ্ননিয়ে এগিয়ে চলেছে দাকোপ উপজেলার সদর চালনা বাজারের একদল সেচ্ছাসেবী সংগঠন তাদের মুলউদ্দশ্য কোন ফটোসেশান ছাড়াই সর্বস্তরের মানুষের সহযোগিতায় অসহায় মানুষদের পাশে দাড়াবেন তারা।
এ সেচ্ছাসেবী সংগঠন কে সক্রিয় করে তুলতে মানবাতার সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন দাকোপ সদর চালনা পৌরসভার বাসিন্দা এ সময়ের যুবসমাজের অহংকার রনি ইসলাম এবং পিয়াস বৈরাগী।
এ পর্যন্ত অনেকে তাদের সাথে একমত ও অতি উৎসাহের সাথে এগিয়ে এসেছে নিজেদের সামর্থ মত আসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর প্রচেষ্টায়।

এ ব্যাপারে এ সংগঠনের মুল উদ্দোক্তা রনি ইসলাম বলেন, আমরা কোন দলীয় সংগঠন না। বিশ্ব মহামারিতে আমরাও এলাকায় সাধারণ মানুষ সম্যলিত ভাবে অসহায় মানুষের পাশে থাকতে চাই,
পাশে থাকতে চাই অসহায় পরিবার গুলোর।
এ সংগঠনটি সচ্ছ ভাবে তাদের উপহার পৌঁছে দিবে সঠিক গ্রহীতার কাছে ছবি নয় এই দূর্যোগ কালে তাদের পাশে দাড়ানো আমাদের একমাত্র উদ্দেশ্য ।
এই মহান উদ্যোগ কে সাগত জানিয়ে সর্বস্তরের মানুষকে পাশে থাকার আহবান জানান তিনি।

সমাজের সর্বস্তরের মানুষের যেকোনো সহযোগিতা সন্মানএর সাথে গ্রহনকরা হবে,আপনি ও অসহায় মানুষদের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ করুন এ সেচ্ছাসেবী সংগঠন এর সাথে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন