হোম অন্যান্যসারাদেশ কুকুরের সাথে শিশুর বন্ধুত্ব

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

এ ভাদ্র মাসে জলাতঙ্ক এড়াতে কুকুরের সংস্পর্ষ থেকে মানুষ যখন দূরে থাকছে তখনো এই শিশুটি নিতান্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে এভাবেই খেলা করে যাচ্ছে কুকুরের পিঠে চড়ে। শিশুটি প্রতিদিনই করিমগঞ্জের নিয়ামতপুর এলাকার রৌহা গোলচত্তরে কুকুরের সাথে খেলা করে।

মানসিক প্রতিবন্ধী এই শিশুটি ১০/১২ টি কুকুরের সাথে খেলাধূলা করে তার সময় পার করে দেয়। কুকুরের সাথে তার অসম্ভব রকমের বন্ধুত্ব। তাকে কিছু খেতে দিলে সে তার খাবার কুকুরের সাথে ভাগ করে খায়। কিশোরগঞ্জের বালিখোলা রৌহা গোলচত্তরে ছেলেটির দেখা মিলবে। ওর বাড়ি নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দী গ্রামে বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন