হোম অন্যান্যসারাদেশ মনপুরা রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৪শত পরিবারের মাঝে ত্রান বিতরন।

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিটএর উদ্যোগে ৪শত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

০১ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ২নং হাজির হাট ইউনিয়ন ও বেলা ১২টায় রামনেওয়াজ বাজারে ১নং মনপুরা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন। ত্রাণসামগ্রী মধ্যে ছিল শোকনা খাবার, সাবান, খাবার স্যালাইন, ম্যাক্সস, হাইজিন ও তারপলিন সর্বমোট ১০(দশ) আইটেমের ত্রাণসামগ্রী বিতরন করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটএর উদ্যোগে ভোলা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আজিজুল ইসলাম এর নেত্বিতে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ১নং মনপুরা ও ২নং হাজির হাট ইউনিয়নে ৪শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রানবিতরন করেন।

ত্রাণবিতরনে সার্বিকভাবে সহযোগিতা করেন মনপুরা উপজেলা সিসিপি টিম লিডার এরফ্যান উল্লাহ অনি চৌধুরী ও উপজেলা সিসিপির সদস্যগন।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিয়া, শাহরিয়ার চৌধুরী দীপক চেয়ারম্যান ২নং হাজির হাট ইউনিয়ন, আমানত উল্লাহ আলমগীর ১নং মনপুরা ইউনিয়ন, প্যানেল চেয়ারম্যান টিটু ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নিজাম উদ্দীন মিঞা সভাপতি সেচ্ছাসেবকলীগ মনপুরা উপজেলা। N.D.W.R.T অফিসার বরকল উল্লাহ ভূলু, ভোলা জেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, নোমান, আলামিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন