কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ’ক’ শ্রেণীর ঘরের জন্য উপকারভোগী চুড়ান্তকরণ করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
সভায় উপকারভোগীদের লটারির মাধ্যমে প্রাপ্ত ঘর নির্ধারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হামিদসহ ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগীগণ।
উল্লেখ্য, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপায় সরকারি বরাদ্দকৃত জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ’ক’ শ্রেণীভূক্ত ১৩ টি পরিবারের জন্য উপকারভোগী চুড়ান্তকরণ ও ঘর নির্ধারন করা হয়েছে বলে জানা যায়।
s
