গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ গলাচিপা উপজেলা শাখার সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বুধবার বিকেলে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছেন, সাবেক ছাত্রলীগর নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহম্মদ আসিফ এর ব্যক্তিগত কার্যালয় সাংবাদিক সম্মেলন করেন। এ সময় আসিফ সহ ছাএলীগের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৩০ থক ৩৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী উপস্তিত ছিলেন।
আসিফ লিখিত বক্তব্য বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক বাংলাদশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরন না করে অর্থের বিনিময় রাতের আধার গলাচিপা উপজেলা কমিটি অনুমােদন দেয়। এ কমিটিতর যারা পদ পদবী পেয়েছেন তাদের অনেকেরই পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া অনেকে বিবাহিত। তাই এ কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুসরন করে নতুন কমিটি গঠনের আহবান জানান।
উল্লেখ্য জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুইয়ার ১০ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত কামরুল ইসলাম সোহেল, কে সভাপতি ও রনি খানকে সাধারন সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এ ব্যাপার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।
s
