মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া (অপু)। এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
গত রোববার (৭ ফেব্রুয়ারী) ভোলা জেলা পল্লী উন্নয়ন বোর্ডে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একই অফিস আদেশের মাধ্যমে মনপুরায় কর্মরত এইচ. এম সুমনকে চরফ্যাশন উপজেলায় বদলী করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া (অপু), মনপুরা বিআরডিবি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি ইতিপূর্বে মনপুরা পল্লী উন্নয়ন বোর্ডে সংযুক্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া (অপু), উপজেলার হাজীর হাট ও মনপুরা দুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, ভূঁইয়া ও রুনা আক্তার দম্পতির সন্তান।
s
