হোম ফিচার হোসেনপুরে চারশত পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে র‌্যাব- ১৪ এর সিপিসি- ২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ শত পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ বিপুল মিয়া (৩৫), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হোসেনপুর উপজেলার রানাগাঁও গ্রামের মোঃ আবুবক্কর সিদ্দিকের পুত্র।
র‌্যাব- ১৪ এর সিপিসি- ২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান, বি.এন এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০.৩০ মিনিটে হোসেনপুর উপজেলার নিমখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৪ শত পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ বিপুল মিয়াকে আটক করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়- বিক্রয় করে, আসছিল বলে স্বীকার করে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন