হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে নকল পণ্য তৈরি  করায় ২ প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান। ২ লক্ষ টাকা জরিমানা সহ সিলগালা

কুলিয়ারচরে নকল পণ্য তৈরি  করায় ২ প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান। ২ লক্ষ টাকা জরিমানা সহ সিলগালা

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া ও বড়খারচর গ্রামের দুই প্রতিষ্ঠানে নামিদামী ব্যান্ডের স্টিকার ও লোগো নকল করে ব্যাটারি পণ্য তৈরির অভিযোগে র‌্যাব- ১৪ এর এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব- ১৪ এর সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্ব অভিযান শেষে আজ সোমবরা বিকেল ও সন্ধ্যায় প্রতিষ্ঠান দুটিকে সিলগালা সহ ২ লক্ষ টাকা অর্থদণ্ড ধার্য করা হয়।

এসব প্রতিষ্ঠানে ঠঙখঠঙ, ঘঅঠঅঘঅ, অষসধী, ঐঅগকঙ, জধরহ উৎড়ঢ়, গধমহবঃরপ চড়বিৎ, ঐ চড়বিৎ এর মতো নামীদামী প্রতিষ্ঠানের স্টিকার ও লোগো হুবহু নকল করে ব্যাটারিতে ব্যবহারের পণ্য তৈরি ও বাজারজাত করছিলো প্রতিষ্ঠানগুলো। এইসব পণ্যের মধ্যে রয়েছে ব্যাটারিতে ব্যবহারের পানি ও রেগুলেটরে ব্যবহারের কুলন জাতীয় সবুজ পানি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন