হোম অন্যান্যসারাদেশ এ কেমন শত্রুতা !

এ কেমন শত্রুতা !

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ

খুলনা অফিস :

প্রতিবেশির শত্রুতার জের ধরে অতিদরিদ্র এক কৃষকের ধান ক্ষেতে ঘাস নিধনের ওসুধ প্রয়োগ করে দুর্বৃত্তরা এক বিঘা জমির ফসল বিনষ্ট করা হয়েছে। অবশেষে ওই কৃষক বাকী অংশ ধান রক্ষায় ক্ষেতেই পাহারার ঘর নির্মাণ করে রাত জেঁগে ফসল রক্ষার চেষ্টা করছে। উপজেলা কৃষি অফিস কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত এলাকা পরিদর্শণ করেছেন। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব-ডুমুরিয়া (কাঁটাখালী) গ্রামের বিলে।

সরেজমিন যেয়ে, ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক বর্গা চাষী আবু হানিফ ও স্থানীয় গ্রামবাসী জানায়, অন্যের জমি ভাড়া নিয়ে ওই গ্রামের দরিদ্র কৃষক আবু হানিফ দুই বিঘা জমিতে এবার আমন ধান চাষ করেছিলো। ধানের বাম্পর ফলন হয়েছিলো। কিন্তু দুর্বৃত্তদের কালো ছোবল থেকে শেষ রক্ষা পাইনি ওই দরিদ্র কৃষক।

এখন তার শেষ সম্ভল শুধূ কান্না। গত সপ্তাহ আগে ওই ধান ক্ষেতের গাছ গুলো ধিরে ধিরে প্রায় অর্ধেকাংশ জুঁড়ে মরতে শুরু করে। ইতোমধ্যে ক্ষেতে প্রায় এক বিঘা জমির ধান মরে সাবাড় হয়ে গেছে। ক্ষতি কৃষি অফিস বলেছে, কে-বা কারা হয়তো ধান ক্ষেতে ঘাস নিধনের ওসুধ ছিটিয়ে দিয়ে বলে পরিস্কার বোঝা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত আবু হানিফ ও স্থানীয় একাধিক নারী-পুরুষ তারা জানান, কৃষক আবু হানিফের একই এলাকার বেশ কিছু লোকের সাথে নানা বিষয় বিরোধ চলছে। তারই এমন ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ডুমুরিয়া উপ-সহকারী কর্মকর্তা রনজিত বালা বলেন, ধান ক্ষেতে ঘাস নিধনের ওসুধ পড়েছে বলে পরিস্কার বোঝা গেছে। এ কারণে ক্ষেতের ধান মরা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন