হোম বাংলাদেশ মা আমাকে বাঁচাও।।

মা আমাকে বাঁচাও।।

কর্তৃক Editor
০ মন্তব্য 148 ভিউজ
মসিয়ার কাজল :
মা তোমার ছেলে আজ চলে যাচ্ছে এক বিভৎস শহরের।
যেখানে শুধু অন্ধকার সাপ,বাচ্চু আর ঝিঝি পুকার বিকট শব্দ।
যেখানে শুধু  শুনতে পাওয়া যায় বাচাও বাচাও।
আওয়াজ বাড়তে থাকে মধ্যরাতে। শব্দের আঘাতে আমি মৃত্যুর খুব কাছে চলে যাই, আমি বাচতে চায় মা আমাকে বাচাও ?
কিন্তু মা…… মৃত্যু অতি নিষ্ঠুর কষ্ট পেলেও আলিঙ্গন করতে চায় না।
আমি বড় চিন্তায় আছি।
হয়তোবা আমার আজই মৃত্যু হতে পারে।পাশে বসা সজনেরা আমার মুখ পানে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাদবে।
আমার চিন্তা হয় হয়তোবা আমার মৃত্যু হতে পারে অভিশপ্ত শহরের কোন এক গলির চিপায়, যেখানে অভিভাবকহীন আবস্থায় সৎ কাজটি হবে খুব দেরিতে।
আবার মৃত্যু হতে পারে আমার সুগন্ধ ফুলের গাছের তলায়।
 জানো মা,এ মৃত্যু চিন্তায় আমি তোমার আর বাবার মুখ খানা দেখতে পাই।যেন রংধনু আকাশে উঁকি মারে।
মৃত্যু খুব কাছথেকে দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি মা আমি আর পারছিনা।
আমি বাঁচতে মা আমাকে বাচাও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন