হোম খুলনানড়াইল নড়াইলে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে অধিকার এখানে, এখনইপ্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপি নড়াইলের শেখ রিজেন্সি আবাসিক হোটেলে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা উপপরিচালক আলিফ নুর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমি রানী মজুমদার, আর এসই আর এন প্রোজেষ্ট এসিস্টান ম্যানেজার তৌশিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কিশোর কিশোরী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত  ছিলেন।  

অনুষ্ঠানের উপস্থাপনা করেন ইয়ুথ এডভোকেট আরএইচস্টেপ আলোকধারা পাঠশালার মো: জাকারিয়া খান, এসিস্টান ম্যানেজার আর এসই আর এন প্রোজেষ্ট এর নাভিরা আজমী। 

অনুষ্ঠানে কিশোরকিশোরী, তরুণ প্রান্তিক জনগোষ্ঠীর যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ সমতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। নেদারল্যান্ডভিত্তিক সংগঠন রাটার্স (জঁঃমবৎং) এবং বিভিন্ন স্থানীয় সংস্থা, এই আন্তর্জাতিক প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন সচেতনতামূলক সভা, যুব দিবস উদযাপন, অন্যান্য কার্যক্রম পরিচালিত বিষয়ে আলোচনা করেন।  আলোচনা শেষে নাটক ,নৃত্য গান পরিবেশন করা হয়। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন