হোম অন্যান্যসারাদেশ ঢাকাস্থ তালা সমিতির উদ্যোগে খলিষখালীতে মাস্ক বিতরণ

ঢাকাস্থ তালা সমিতির উদ্যোগে খলিষখালীতে মাস্ক বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

কিশোর কুমার:

পাটকেলঘাটার খলিষখালীতে তালার ঢাকাস্থ সমিতির উদ্যোগে মস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মার্চ) সকাল ১১টায় খলিষখালী বাজারে মোড়ে উক্ত মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

তালা সমিতি ঢাকার উদ্যোগে প্রধান অতিথি হিসাবে খলিষখালী ইউ পি চেয়ারম্যান মোজাফফর রহমান উপস্থিত থেকে করনা সচেনতার জন্য হতদরিদ্রের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন তালা সমিতি ঢাকার সকল সদস্যবৃন্দ সহ ইউ পি সদস্য তপন বাছাড়, জালাল উদ্দীন মোড়ল, ওসমান শেখ, সচিব সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আজিজ গাজী, নারায়ণ হোড় প্রমূথ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন