হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে স্যানেটারী ইন্সপেক্টরসহ আরও ৯জন করোনা পজিটিভ আক্রান্ত শনাক্ত,মোট শনাক্ত-৩২জন

মোল্লাহাটে স্যানেটারী ইন্সপেক্টরসহ আরও ৯জন করোনা পজিটিভ আক্রান্ত শনাক্ত,মোট শনাক্ত-৩২জন

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

মোহাম্মাদ আলী মোহন,মোল্লাহাট(বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাটে ২২জুলাই (বুধবার) আরো ৯জনকোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ শনাক্ত রোগীদের বাড়ি লকডাউন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল ও সংগীয় পুলিশ ফোর্স আক্রান্তদের বাড়ী বাডী যেয়ে লকডাউন করছেন ও পরিবারের সদস্যদের নিরাপদে থেকে রোগীর সেবা করার নির্দেশনা দিচ্ছেন এছাড়া আক্রান্তদের চিকিৎসা সেবাসহ সকল ধরনের সহযোগীতার করছেন।

মোল্লাহাটে মোট করোনা রোগী শনাক্ত হলো ৩২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫জন। জানাগেছে করোনা উপসর্গ থাকায় ১২জুলাই মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুমেক পিসিআর ল্যাবে ১৪জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে স্যানেটারী ইন্সপেক্টর আবু আনসার(৪৫),হাসপাতাল এমএলএসএস আবুল বাশার(৪০),মাদ্রাসাঘাট ক্যাম্প হাইওয়ে পুলিশ সদস্য শেখ শাহীন(২৮) ও সাইদুর রহমান, কোদালিয়া গ্রামের মিতালি বসু ও মিনতি রায়, ঘোষগাতী গ্রামের হাসানুল ইমাম,(৩৫) কাহালপুর (বসবাসকারী) বাগেরহাট বাসা রং মিস্ত্রি গোবিন্দ(৪২) ও প্রাইমারী শিক্ষক মজিবর রহমান লাভলু(৪০)(দ্বিতীয় বার) করোনা পজিটিভ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স¦াস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও করোনা ফোকাল পার্সন ডাঃ জব্বার ফারুকী। একদিনে শনাক্তের হার অনেক বেড়ে যাওয়ায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এবং সহকারী কমিশনার(ভ‚মি) অনিন্দ্য মন্ডল স্বাস্থ্য বিধি না মানায় বা মাস্ক ব্যবহার না করার কারনে অনেক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। বিভিন্ন হাট/বাজারে যেয়ে হ্যান্ড মাইকের মাধ্যমে জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সকলকে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের আহবান জানাচ্ছেন।

মোহাম্মাদ আলী মোহন,মোল্লাহাট(বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাটে ২২জুলাই (বুধবার) আরো ৯জনকোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ শনাক্ত রোগীদের বাড়ি লকডাউন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল ও সংগীয় পুলিশ ফোর্স আক্রান্তদের বাড়ী বাডী যেয়ে লকডাউন করছেন ও পরিবারের সদস্যদের নিরাপদে থেকে রোগীর সেবা করার নির্দেশনা দিচ্ছেন এছাড়া আক্রান্তদের চিকিৎসা সেবাসহ সকল ধরনের সহযোগীতার করছেন।

মোল্লাহাটে মোট করোনা রোগী শনাক্ত হলো ৩২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫জন। জানাগেছে করোনা উপসর্গ থাকায় ১২জুলাই মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুমেক পিসিআর ল্যাবে ১৪জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে স্যানেটারী ইন্সপেক্টর আবু আনসার(৪৫),হাসপাতাল এমএলএসএস আবুল বাশার(৪০),মাদ্রাসাঘাট ক্যাম্প হাইওয়ে পুলিশ সদস্য শেখ শাহীন(২৮) ও সাইদুর রহমান, কোদালিয়া গ্রামের মিতালি বসু ও মিনতি রায়, ঘোষগাতী গ্রামের হাসানুল ইমাম,(৩৫) কাহালপুর (বসবাসকারী) বাগেরহাট বাসা রং মিস্ত্রি গোবিন্দ(৪২) ও প্রাইমারী শিক্ষক মজিবর রহমান লাভলু(৪০)(দ্বিতীয় বার) করোনা পজিটিভ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স¦াস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও করোনা ফোকাল পার্সন ডাঃ জব্বার ফারুকী। একদিনে শনাক্তের হার অনেক বেড়ে যাওয়ায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এবং সহকারী কমিশনার(ভ‚মি) অনিন্দ্য মন্ডল স্বাস্থ্য বিধি না মানায় বা মাস্ক ব্যবহার না করার কারনে অনেক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। বিভিন্ন হাট/বাজারে যেয়ে হ্যান্ড মাইকের মাধ্যমে জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সকলকে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের আহবান জানাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন